শনিবার ১৩ ডিসেম্বর ২০২৫ - ১৬:২৯
হজরত ফাতিমা জাহরা (সা.আ.)-এর শুভ জন্মদিন উপলক্ষে মাহফিলের আয়োজন 

হাওজা ইলমিয়া আহলে বাইত (আ.) হুগলী ঈমাম বাড়িতে হজরত ফাতিমা জাহরা (সা.আ.)-এর জন্মদিন উপলক্ষে মাহফিল অনুষ্ঠিত।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, হাওজা ইলমিয়া আহলে বাইত (আ.) হুগলী ঈমাম বাড়িতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদরের কন্যা হজরত ফাতিমা জাহরা (সা.আ.)-এর শুভ জন্মদিন উপলক্ষে এক আলোচনা মাহফিলের আয়োজন করা হয়। উক্ত মাহফিলটি হাওজা ইলমিয়ার শিক্ষক ও ছাত্রদের উদ্যোগে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাওজা ইলমিয়া আহলে বাইত (আ.)-এর প্রিন্সিপ্যাল হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন ডক্টর মহসিন রেজা আবদী সাহেব। তিনি তাঁর বক্তব্যে হজরত ফাতিমা জাহরা (সা.আ.)-এর পবিত্র জীবনাদর্শ, ইবাদত, ত্যাগ, চারিত্রিক মহিমা এবং ইসলামে তাঁর অনন্য মর্যাদা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, হজরত ফাতিমা জাহরা (সা.আ.) মুসলিম নারীদের জন্য আদর্শ ও অনুকরণীয় এক মহান ব্যক্তিত্ব।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওজা ইলমিয়ার সম্মানিত শিক্ষক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মাওলানা আলী নাকি সাহেব হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন আখতার আলী এবং হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মিজান হোসাইন সাহেব। তাঁরা সংক্ষিপ্ত বক্তব্যে আহলে বাইত (আ.)-এর শিক্ষা ও আদর্শ বাস্তব জীবনে অনুসরণের গুরুত্ব তুলে ধরেন।

মাহফিলের শেষ পর্বে শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় ও শিক্ষামূলক বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ পুরস্কার বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থী ও উপস্থিত অতিথিদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানটি দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha